কার্যক্রম

                  অভিযান-এর বর্তমান কার্যক্রম

১। জনসচেতনতামূলক কর্মসূচী

ক) ধূপপান ও মাদক বিরোধী কার্যক্রম

খ) ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধ

গ) সুদ, ঘুষ, অন্যায়-অপরাদ ও দূর্নীতি রোধে জনসচেতনতা সৃষ্টি

ঘ)  সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম

গ)  শিশু শ্রম মানব পাঁচার রোধে জনসচেতনতা সৃষ্টি

ঘ) প্রতিবন্ধি উন্নয়ন ও বৃদ্ধাশ্রম রোধ

গ)  বিনামূল্যে আইন সহায়তা প্রদান

ঘ)  নকল, ভেজাল ও ফরমালিনের বিরোদ্ধে জনসচেতনতা সৃষ্টি

২।অভিযান  শিক্ষা কর্মসূচি

৩। অভিযান স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা কর্মসূচি

(ক) আস্থা হেলথ কার্ড প্রকল্প :

(জেএসডিএফ -এর চুক্তি মোতাবেক)

( খ) প্রজনন স্বাস্থ্য, মাতৃকালীন স্বাস্থ্য ও পুষ্টি

( গ) ফ্রি মেডিকেল ক্যাম্প ।

(ঘ) পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা ও উঠান বৈঠক

(ঙ) বিনামূল্যে/ স্বল্প মূল্যে প্রাথমিক ঔষধ বিতরন।

              আশ্রয়-এর বর্তমান কার্যক্রম

১। জনসচেতনতামূলক কর্মসূচী

২। গবাদী পশু ও হাস-মুরগী পালন প্রকল্প 

৩। আশ্রয় কম্পিউটার ট্রেনিং সেন্টার

             অভিযান সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ- এর কার্যক্রম

১। দৈনিক  ইসলামী সঞ্চয়  প্রকল্প 

২। সাপ্তাহিক ইসলামী সঞ্চয় প্রকল্প 

৩। স্বল্প মেয়াদী ইসলামী সঞ্চয় প্রকল্প 

৪। মাসিক ইসলামী সঞ্চয় প্রকল্প 

৫। কর্মকর্তা ও কর্মচারীদের  বিভিন্ন ফান্ড বা তহবিল গঠন

 ৬। অভিযান সমবায় বাজার প্রকল্প 

৭। দারিদ্র বিমোচন  বিনিয়োগ (মাসিক ) প্রকল্প 

 

 অপূর্ব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ- এর

                                       বর্তমান কার্যক্রম-

উপ-আইন ও ব্যবস্থাপনা কমিটির  সিদ্ধান্ত অনুযায়ী নিম্মলিখিত  কার্যক্রম বাস্তবায়িত হয়। 

১। মাসিক ইসলামী  সঞ্চয় ( DPS) দ্বিগুন প্রকল্প ( বোনাস ছাড়া ) 

২। মাসিক ইসলামী  সঞ্চয় ( DPS)  প্রকল্প ( বোনাস সহ ) 

৩। বার্ষিক  ইসলামী  সঞ্চয় ( DPS)  প্রকল্প ( বোনাস সহ ) 

৪।  ইসলামী স্থায়ী  সঞ্চয় প্রকল্প 

৫। ইসলামী  পেনশন জমা প্রকল্প 

৬। হজ্ব জমা প্রকল্প

৭। উদ্যোক্তা ইসলামী  বিনিয়োগ ( দৈনিক) প্রকল্প 

৮। উদ্যোক্তা ইসলামী  বিনিয়োগ ( সাপ্তাহিক) প্রকল্প 

৯। দারিদ্র বিমোচন  বিনিয়োগ (মাসিক ) প্রকল্প 

 

Spread the love